লর্ড বায়রন এর জীবনী
Lord Byron Biography in Bengali
লর্ড বায়রন এর জীবনী – Lord Byron Biography in Bengali : তিনি ছিলেন একজন ইংরেজ পিয়ার, তিনি ছিলেন কবি ও রাজনীতিবিদ। তিনি রোমান্টিক আন্দোলনের অন্যতম শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন এবং ইংরেজির অন্যতম সেরা কবি হিসাবে বিবেচিত হন।
ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি লর্ড বায়রনের একটি সংক্ষিপ্ত জীবনী । লর্ড বায়রন জীবনী – Lord Byron Biography in Bengali বা লর্ড বায়রনের আত্মজীবনী বা লর্ড বায়রন (Lord Byron Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
লর্ড বায়রন কে ছিলেন ? Who is Lord Byron ?
লর্ড বায়রন (Lord Byron) ছিলেন একজন ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যক্তি। লর্ড বায়রন (Lord Byron) একজন বিখ্যাত ও প্রভাবশালী ব্রিটিশ কবি হিসাবে বিবেচিত এবং তার লেখা ব্যাপকভাবে পড়া হয়।
ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি লর্ড জর্জ গর্ডন বায়রন এর জীবনী – George Gordon Byron Biography in Bengali :
নাম (Name) | জর্জ গর্ডন বায়রন বা লর্ড বায়রন (Lord Byron) |
জন্ম (Birthday) | জানুয়ারি ২২, ১৭৮৮ (22 January 1788) |
জন্মস্থান (Birthplace) | লন্ডন, ইংল্যান্ড |
অভিভাবক (Parents)/পিতামাতা | ক্যাপ্টেন জন “ম্যাড জ্যাক” বায়রন ও ক্যাথরিন গর্ডন |
পেশা (Occupation) | কবি, রাজনীতিবিদ |
জাতীয়তা | ব্রিটিশ |
উল্লেখযোগ্য রচনাবলী | Don Juan, Childe Harold’s Pilgrimage |
দাম্পত্য সঙ্গী (Spouse) | অ্যান ইসাবেলা মিলবান |
সন্তান | অ্যাডা লাভলেস
অ্যালেগ্রা বায়রন এলিজাবেথ মেডোরা লেইহ |
মৃত্যু (Death) | ১৯ এপ্রিল ১৮২৪ (19th April 1824) |
লর্ড বায়রন এর জন্ম – Lord Byron Birthday :
উনবিংশ শতাব্দীর বিশ্ববিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রন একটি খোড়া পা নিয়ে ১৭৮৮ খ্রীস্টাব্দে জন্মগ্রহণ করেন ।
লর্ড বায়রন এর পিতা ও মাতা – Lord Byron parents :
তার পিতা ছিলেন মানসিক রােগগ্রস্ত । লােকে তাকে বলতাে ম্যাড জাক বায়রন । মা অবশ্য ছেলের খোড়া পায়ের চিকিৎসার জন্য ডাক্তার দেখালেন । কিন্তু পা ভালাে হল না । বরং তার পঙ্গুত্ব যেন স্থায়ী হয়ে গেল । কিন্তু সেখানেই শেষ হলাে না বায়রনের দুঃখ । তিন বছর বয়সে তার মানসিক রােগগ্রস্ত পিতা মারা গেলেন।
লর্ড বায়রন এর শৈশবকাল – Lord Byron Childhood :
শােকগ্রস্ত মায়ের মনের অবস্থা ছেলের উপর বিরূপ প্রতিক্রিয়া । দেখা দিল । বায়রনের চেহারা ছিলাে খুব সুন্দর , শুধু একটা পা খোড়া — তা সত্বেও নিজের মা এই অজুহাতে তাকে কর্কশ নিষ্ঠুর ভাষায় গালমন্দ করতেন ।
মায়ের দুর্ব্যবহারে বায়রন মুষড়ে পড়লেন না । তিনি ছিলেন শক্তমনের মানুষ । জেদী , আত্মবিশ্বাসে বলীয়ান এবং একগুঁয়ে । তিনি প্রতিজ্ঞা করলেন যেমন করেই হােক তিনি জীবনে মানুষের মতাে মানুষ হবেন । আজমের দুঃখকে জয় করবেন ।
লর্ড বায়রন এর শিক্ষাজীবন – Lord Byron Education Life :
বায়রন জন্মগ্রহণ করেন লন্ডন শহরে , কিন্তু পিতার মৃত্যুর পর মফঃস্বলে মায়ের সঙ্গে থেকে গ্রামের এক স্কুলে পড়াশুনা করলেন । সেখানে থাকতেই তার কাকা মারা গেলে উত্তরাধিকার । সূত্রে তিনি মাত্র দশ বছর বয়সে লর্ড হয়ে গেলেন ।
লর্ড বায়রন এর কলেজ জীবন – Lord Byron College Life :
এরপর তিনি পড়তে গেলেন বিখ্যাত হ্যারাে স্কুলে । পারিবারিক বাড়ি নিউস্টেড এ্যাবিতে গিয়ে উঠলেন । স্কুলের পড়া শেষ করে ক্যামব্রিজের ট্রিনিটি কলেজে ভর্তি হলেন ।
সেখানে তিনি একটি ভাল্লুক পুষতেন এবং তার পিছনে প্রচুর অর্থ ব্যয় করতেন । এছাড়া তিনি ঘােড়া দৌড়াতেন , শিকার করতেন এবং মুষ্টিযুদ্ধ ও সাঁতার অভ্যাস করতেন ।
লর্ড বায়রন এর কবিতার বই – Lord Byron poetry Book :
এ কারণে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন । এসবের মধ্যে তিনি আবার নিজের লেখা একটি কবিতার বই ছাপলেন । নাম দিলেন Hours of Idleness ।
স্কুল জীবনে পড়ার ফাকে ফাকে তিনি কবিতা লিখতেন – এটা তারইসংকলন । এই বইটাতে তিনি মােটামুটি সুনাম অর্জন করলেন । কবি হিসাবে পরিচিত পেলেন ।
লর্ড বায়রন এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ – Lord Byron Best Novel :
কিন্তু এডিনবরা রিভিউতে তার বইয়ের বিরূপ সমালােচনা বের হলাে । তা দেখে ক্ষেপে গিয়ে বায়রন তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ English Birds and Scotch Reviewers প্রকাশ করলেন ।
লর্ড বায়রন এর দেসভ্রমন – Lord Byron Word Tour :
এরপর বায়রন দেশ ভ্রমণে বেরিয়ে পড়লেন । তিনি দীর্ঘ দু’বছর স্পেন , পর্তুগাল , গ্রীস ও তুরষ্ক ঘুরলেন । তারপর দেশে ফিরে এলেন ।
লর্ড বায়রন এর child Harold’s Pilgrimage কাব্যগ্রন্থ :
দেশে ফেরার পর বের হলাে তার অপরূপ প্রাণবন্যা প্লাবিত কাব্যগ্রন্থ child Harold’s Pilgrimage । এই গ্রন্থ তঁাকে রাতারাতি সারা ইউরােপে এক শক্তিশালী কবিপ্রতিভা হিসাবে চিহ্নিত করলাে । তার নিজের কথায় চোখ মেলে দেখি সারা বিশ্ব ভরে গেছে আমার খ্যাতিতে ।
এরপর বায়রন বেলজিয়াম , জার্মানী , সুইজারল্যান্ড ও ভেনিস গেলেন । কবি শেলীর সঙ্গে দেখা হলাে পরিচয় হলাে । সেখানে তিনি একের পর এক লেখা তৈরি করলেন । তিনি সর্বমােট বারাে তেরােটি কাব্যগ্রন্থ ও পাঁচটি নাটক লিখেছিলেন ।
লর্ড বায়রন এর দেশ ত্যাগ – Lord Byron Leave Country :
জীবনের শেষ ছয় বছরের সাহিত্য – সাধনা তাকে তার সময়ের সবচেয়ে জনপ্রিয় ও সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ কবি বলে স্বীকৃতি এনে দেয় । তিনি শেষজীবনে স্বদেশ ও স্ব – সমাজের ঈর্ষাকাতর মানুষের দ্বারা । মানসিকভাবে নির্যাতিত হয়ে দেশ ত্যাগ করে গ্রীসে চলে যান । মৃত্যুর পূর্বে তিনি আর দেশে ফিরে আসেন নি ।
লর্ড বায়রন এর মৃত্যু – Lord Byron Death :
তিনি মাত্র ছত্রিশ বছর বয়সে ১৮২৪ সালে ১৯ শে এপ্রিল গ্রীসে শেষ নিশ্বাস ত্যাগ করেন ।
স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে নৈতিকভাবে সহযােগিতা করার জন্য যুদ্ধোত্তর গ্রীসেতাকে রাজার আসনে বসানাের পক্ষে জনমত গড়ে উঠেছিলাে । কিন্তু তার আকস্মিক মৃত্যু তাকে সেই বিরল মাদা থেকে বঞ্চিত করে গ্রীস সরকার । এক যুদ্ধজাহাজ করে তার মরদেহ তার স্বদেশে প্রেরণ করে ।
লর্ড বায়রন এর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Lord Byron Biography in Bengali (FAQ):
- লর্ড বায়রন কবে জন্মগ্রহণ করেন ?
Ans. ২২ জানুয়ারি ১৭৮৮ সালে ।
- লর্ড বায়রন এর পিতার নাম কী ?
Ans. ক্যাপ্টেন জন “ম্যাড জ্যাক” বায়রন ।
- লর্ড বায়রন এর মায়ের নাম কী ?
Ans. ক্যাথরিন গর্ডন ।
- লর্ড বায়রন কোথায় জন্মগ্রহণ করেছিলেন ?
Ans. লন্ডন ইংল্যান্ড এ ।
- লর্ড বায়রন এর স্ত্রীর নাম কী ?
Ans. অ্যান ইসাবেলা মিলবান ।
- লর্ড বায়রন এর উল্লেখযোগ্য রচনাবলীর নাম কী ?
Ans. Don Juan, Childe Harold’s Pilgrimage .
- লর্ড বায়রন এর শ্রেষ্ট কাব্যগ্রন্থ এর নাম কী ?
Ans. English Birds and Scotch Reviewers .
- লর্ড বায়রন এর সন্তানের নাম কী ?
Ans. অ্যাডা লাভলেস, অ্যালেগ্রা বায়রন, এলিজাবেথ মেডোরা লেইহ ।
- লর্ড বায়রন কবে মারা যান ?
Ans. ১৮২৪ সালে ১৯ শে এপ্রিল ।
- লর্ড বায়রন কোথায় মারা যান ?
Ans. গ্রিস ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]
লর্ড বায়রন জীবনী – Lord Byron Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” লর্ড বায়রন জীবনী – Lord Byron Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।