জোনাথন সুইফটের জীবনী
Jonathan Swift Biography in Bengali
জোনাথন সুইফটের জীবনী – Jonathan Swift Biography in Bengali :‘ গ্যালিভার্স ট্রাভেলস ’ বইটি পড়েনি বােধ হয় এমন কিশাের পাঠক বিশ্বে কম পাওয়া যাবে । সেই যে দৈত্যের মতাে গ্যালিভার্স , জাহাজ ডুবির ফলে ভাসতে ভাসতে চলে গেল লিলিপুটের দেশে । সেখানকার মানুষরা কেউই দু’ফুটের বেশি লম্বা নয় । লিলিপুটরা বিরাট আকারের মানুষ দেখে কতাে কান্ডকীর্তিইনা করলাে । দ্বিতীয়বার গ্যালিভার্স এসে পড়লাে ব্রডিংনাগ এরদেশে সেখানকার অধিবাসীরা আকৃতিতে একেবারে দৈত্যের মতাে । গ্যালিভার্স । ট্রাভেলস ’ বিশ্ব শিশুসাহিত্যে ক্লাসিক গ্রন্থ হিসাবে স্বীকৃতি পেয়েছে । কোটি – কোটি শিশু – কিশাের পাঠককে মুগ্ধ করেছে বিশ্ববিখ্যাত এই চিরায়ত গ্রন্থটির লেখক জোনাথন সুইফ্রন্ট ।
ঊনবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি জোনাথন সুইফটের একটি সংক্ষিপ্ত জীবনী । জোনাথন সুইফট জীবনী – Jonathan Swift Biography in Bengali বা জোনাথন সুইফটের আত্মজীবনী বা জোনাথন সুইফট (Jonathan Swift Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
জোনাথন সুইফট কে ছিলেন ? Who is Jonathan Swift ?
জোনাথন সুইফট (Jonathan Swift) ছিলেন বিখ্যাত অ্যাংলো-আইরিশ প্রাবন্ধিক, ব্যাঙ্গাত্মক-কবিতা লেখক ও পাদ্রী। তিনি ডাবলিনের সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রালের ডীন নিযুক্ত হয়েছিলেন।
শিশু সাহিত্যিক জোনাথন সুইফট এর জীবনী – Jonathan Swift Biography in Bengali :
নাম (Name) | জোনাথন সুইফট (Jonathan Swift) |
জন্ম (Birthday) | ৩০ নভেম্বর, ১৬৬৭ (30 November 1667) |
জন্মস্থান (Birthplace) | ডাবলিন, আয়ারল্যান্ড |
অভিভাবক (Parents)/পিতামাতা | আবিগেইল এরিক |
পেশা (Occupation) | রাজনৈতিক ক্ষুদ্র পুস্তক রচয়িতা
কবি পাদ্রী |
ছদ্মনাম | এম. বি. ড্রাপিয়ার
লিমুয়েল গালিভার আইজ্যাক বিকারস্টাফ |
ভাষা | ইংরেজি |
জাতীয়তা | আইরিশ |
শিক্ষা প্রতিষ্ঠান | ট্রিনিটি কলেজ, ডাবলিন |
উল্লেখযোগ্য রচনাবলী | গালিভার’স ট্রাভেলস
এ মডেস্ট প্রোপোজাল এ টেল অব এ টাব ড্রাপিয়ার’স লেটারস |
মৃত্যু (Death) | ১৯ অক্টোবর, ১৭৪৫ (19th October 1745) |
জোনাথন সুইফটের পাণ্ডুলিপি প্রকাশ – Jonathan Swift Manuscript :
১৭২৬ সালের ৮ ই আগস্ট ৫৯ বছর বয়সে জোনাথন সুইফট ‘ গ্যালিভার্স ট্রাভেল ’ – এর পাণ্ডুলিপি এক প্রকাশকের কাছে পাঠালেন নিজের নাম গােপন করে । রিচার্ড সিম্পসন ’ নাম দিয়ে । তিনি এক চিঠিতে প্রকাশককে জানালেন , তিনি গ্যালিভারের কাকা । কয়েক বছর আগে তার ভাইপাে গ্যালিভার তার ভ্রমণবৃত্তান্তের পান্ডুলিপিতার কাছে দিয়েছিলাে প্রকাশ করার জন্য । তিনি প্রকাশকের কাছে দুশাে পাউড অগ্রিমও চাইলেন রয়ালিটি বাবদ । তিনি চিঠিতে জানালেন বইটি না চললে অগ্রিমের টাকা তিনি ফেরত দেবেন ।
পান্ডুলিপি পড়ে প্রকাশকের খুব ভালাে লাগলাে । তিনি বইটি ছাপাতে দিলেন । বছরের শেষের দিকেই বইটি প্রকাশিত হলাে । গ্যালিভার ট্রাভেল পাঠক মহলে দারুণ আলােড়ন সৃষ্টি করলাে । এক সপ্তাহের মধ্যে বইটির ১ ম মুদ্রণ শেষ হয়ে গেল ।
জোনাথন সুইফটের জন্ম ও পরিবার – Jonathan Swift Birthday and Family :
জোনাথন সুইফট ১৬৬৭ সালের ৩০ শে নভেম্বর লন্ডনের ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন । মা – বাবা দু’জনেই আইরিশ । জন্মের আগেই তিনি বাবাকে হারান । মায়ের কাছেই জোনাথন সুইফট বড় হতে থাকেন । এক ধাত্রী জোনাথান সুইটকে দেখাশুনা করতেন । এই ধাত্রীই তাকে প্রাথমিক শিক্ষা দেন ।
জোনাথন সুইফটের শিক্ষাজীবন – Jonathan Swift Education Life :
পনেরাে বছর বয়সে জোনাথান সুইট বিখ্যাত ট্রিনিটি কলেজে ভর্তি হন । এই কলেজ থেকেই তিনি একদিন ডিগ্রী পরীক্ষাও পাস করেন ।
জোনাথন সুইফটের কর্মজীবন – Jonathan Swift Work Life :
জোনাথানের দূর সম্পর্কের এক আত্মীয় স্যার উইলিয়াম টেম্পল । ছিলেন ক্ষমতাশালী রাজনৈতিক নেতা , একজন লেখক ও সাহিত্যরসিক । রাজ দরবারেও ছিলাে তার বিশেষ প্রভাব । আয়ারল্যান্ডে তখন চলছে স্বাধীনতা সংগ্রাম । জোনাথান সুইট । গেলেন টেম্পলের কাছে , একটা চাকরির জন্য । টেম্পল তাকে তার সচিবের চাকরি দিলেন ।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম. এ পাস :
১৬৯২ সালে জোনাথান সুইট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এম . এ পাস করেন । ১৬৯৪ সালে টেম্পলের সাথে মনােমালিন্য হওয়ায় তিনি কিলরুটের এক গীর্জায় পাদরির চাকরি গ্রহণ করেন । কিছুকাল পরে তিনি আবার টেম্পলের চাকরিতে ফিরে যান ।
জোনাথন সুইফটের বিবাহ জীবন – Jonathan Swift Marriage Life :
যৌবনে জোনাথন সুইফট ভ্যারিনা , স্টেলা ও ভ্যানেসা নান্নী তিনটি মেয়েকে ভালােবেসেছিলেন । প্রথম প্রেমিকা ভ্যারিনার কাছ থেকে বিয়ের ব্যাপারে প্রত্যাখ্যাত হয়ে জোনাথন সুইফ্ট জীবনে । আর বিয়েই করেননি । চিরকুমার থেকে যান । কিন্তু বিয়ের সম্ভাবনা নেই দেখেও স্টেলা ও ভ্যানিসা আমৃত্যু জোনাথানকে ভালােবেসে নিজেদের জীবন জড়িয়ে রেখেছিলেন জোনাথন সুইফ্ট – এর সাথে ।
প্রেমে ব্যর্থতা , নিঃসঙ্গতা , অর্থহীন জীবনের দুশ্চিন্তা নানা কারণে শেষ বয়সের দিকেই ধীরে ধীরে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন । কিছুই মনে রাখতে পারেন না । কাউকে চিনতেও পারেন না । নিজের বই পড়ে বলতেন – ‘ খুব ভালাে বইতাে । ‘ কার লেখা ? লেখকের প্রতিভা আছে কাছের একজন বলে উঠতাে এ বইতাে আপনারই লেখা ।
জোনাথন সুইফটের পুস্তক সমুহ – Jonathan Swift Books :
জোনাথন সুইফট – এর বইয়ের মধ্যে আছে “ দি টেল অফ এটাব ‘ , ‘ ব্যাট্ অফ দি বু ’ , ‘ এ মডেস্ট প্রােপােজাল ’ , ‘ ক্যানেডাস এ্যান্ড ভ্যানেসা ’ এবং স্টেলার স্মৃতি উল্লেখযােগ্য ।
উল্লেখযোগ্য রচনা :
বেশি নয় , একটি মাত্র কালজয়ী সৃষ্টি ‘ গ্যালিভার্স ট্রাভেলস ‘ – এর মাধ্যমে জোনাথান সুইট অমর হয়ে আছে সাহিত্যের ইতিহাসে । লক্ষ – কোটি কিশাের কিশােরীর মনের মনিকোঠায় ।
জোনাথন সুইফটের মৃত্যু – Jonathan Swift Death :
১৭৪২ সালের আগষ্ট মাসে কর্তৃপক্ষ তাকে অপ্রকৃতিস্থ এবং দায়িত্ব পালনের অযােগ্য ঘােষণা করেন । তিনি তখন সত্যি উন্মাদ হয়ে গেছেন । সারাদিন পায়চারি করেন । ১৭৪৫ সালের ১৯ শে
অক্টোবর তিনি চিরনিদ্রায় শায়িত হলেন । জোনাথন সুইফট শেষ । কথা উচ্চারণ করলেন ‘ আই এ্যাম এ ফুল । মৃত্যুকালে সুইফটের বয়স হয়েছিলাে ৭৮ বছর ।
জোনাথন সুইফটের জীবনী (প্রশ্ন ও উত্তর) – Jonathan Swift Biography in Bengali (FAQ):
- জোনাথন সুইফটের জন্ম কবে হয় ?
Ans. ১৬৬৭ সালে ৩০ নভেম্বর ।
- জোনাথন সুইফটের মায়ের নাম কী ?
Ans. আবিগেইল এরিক ।
- জোনাথন সুইফটের জন্ম কোথায় হয় ?
Ans. ডাবলিন আয়ারল্যান্ড এ ।
- জোনাথন সুইফটের উল্লেখযোগ্য রচনাবলী কী ?
Ans. গালিভার’স ট্রাভেলস ,এ মডেস্ট প্রোপোজাল, এ টেল অব এ টাব, ড্রাপিয়ার’স লেটারস ।
- জোনাথন সুইফট কোথায় থেকে এম এ পাস করেন ?
Ans. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ।
- জোনাথন সুইফটের পাণ্ডুলিপি প্রকাশ কবে হয় ?
Ans. ১৭২৬ সালে ।
- জোনাথন সুইফটের শিক্ষা প্রতিষ্ঠান এর নাম কী ?
Ans. ট্রিনিটি কলেজ, ডাবলিন ।
- জোনাথন সুইফটের ছদ্মনাম কী ?
Ans. এম. বি. ড্রাপিয়ার, লিমুয়েল গালিভার, আইজ্যাক বিকারস্টাফ ।
- জোনাথন সুইফটের মৃত্যু কবে হয় ?
Ans. ১৭৪২ সালে আগস্ট মাসে ।
[আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali
আরও দেখুন, কাজী নজরুল ইসলাম জীবনী – Kazi Nazrul Islam Biography in Bengali
আরও দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী – Bankim Chandra Chatterjee Biography in Bengali
আরও দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবনী | Sarat Chandra Chattopadhyay Biography in Bengali]
জোনাথন সুইফট জীবনী – Jonathan Swift Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” জোনাথন সুইফট জীবনী – Jonathan Swift Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।