প্লেটোর জীবনী – Plato Biography in Bengali
প্লেটোর জীবনী – Plato Biography in Bengali : দার্শনিক এমারসন বলেছেন — ‘ দর্শন বলতে যেমন প্লেটোকে বুঝতে হবে , তেমনি প্লেটো বলতেও বুঝতে হবে দর্শন ।
প্লেটোর দর্শন সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে একজন আধুনিক দার্শনিক এম . এন . হােয়াইটহেড বলেছেন— “ প্লেটোর পর দর্শনশাস্ত্র বিন্দুমাত্র অগ্রসর হয়নি । এ যাবতকাল কেবল প্লেটোর দর্শনেরই টীকা – ভাষ্য রচনা হয়েছে মাত্র । ‘
আসলেও প্লেটো দর্শনশাস্ত্রের এতােখানি বিকাশ সাধন করে গেছেন । যে , তাকে অতিক্রম করে যাওয়া কারাে পক্ষে সম্ভব হয়নি ।
মহাজ্ঞানী দার্শনিক ও চিন্তাবিদ প্লেটোর একটি সংক্ষিপ্ত জীবনী । প্লেটো জীবনী – Plato Biography in Bengali বা প্লেটোর আত্মজীবনী বা প্লেটো (Plato Jivani) জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
প্লেটো কে ছিলেন ? Who is Plato ?
প্লেটো (Plato) চিলেন একজন বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক। তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন এবং দার্শনিক এরিস্টটল তার ছাত্র ছিলেন। এ হিসেবে প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিকের মধ্যে প্লেটো দ্বিতীয়।
মহাজ্ঞানী দার্শনিক ও চিন্তাবিদ প্লেটো এর জীবনী – Plato’s Biography in Bengali :
নাম (Name) | প্লেটো |
জন্ম (Born) | ৪২৭ খ্রিস্টপূর্ব |
জন্মস্থান (Birthplace) | গ্রিস |
যুগ | প্রাচীন দর্শন |
ধারা | প্লেটবাদ |
আগ্রহ | অলঙ্কারশাস্ত্র, শিল্পকলা, সাহিত্য, জ্ঞানতত্ত্ব, বিচার, গুণ, রাজনীতি, শিক্ষা, পরিবার, সমরবাদ |
অবদান | প্লেটোনীয় বাস্তববাদ
রিপাবলিক |
মৃত্যু (Death) | ৩৪৭ খ্রিস্টপর্বে |
সক্রেটিস :
সক্রেটিস ছিলেন দর্শনশাস্ত্রের আদিজনক । তারই সুযােগ্য শিষ্য ছিলেন মহাজ্ঞানী প্লেটো । সক্রেটিস যে দর্শনের সূত্রপাত করে গিয়েছিলেন , প্লেটোর দ্বারাই তার পূর্ণাঙ্গ বিকাশ সাধিত হয়েছিলাে ।
প্লেটোর জন্ম – Plato’s Birthday :
মহাজ্ঞানী এই দার্শনিক প্লেটোর জন্ম হয়েছিলাে খ্রীষ্টপূর্ব ৪২৭ সালে গ্রীসের এক অভিজাত পরিবারে । কেউ কেউ বলেন প্লেটো নাকিতার আসল নাম নয় । তার পিতৃপ্রদত্ত আসল নাম এরিস্টক্লিস । গ্রীক ভাষা প্লেটো শব্দের অর্থ “ বিশাল স্কন্ধ । তিনি বিশাল স্কন্ধের অধিকারী ছিলেন বলে লােকে তাকে প্লেটো বলে ডাকতাে । পরে এভাবেই তিনি প্লেটো নামে পরিচিত হন।
প্লেটোর শৈশবকাল – Plato’s Childhood :
প্লেটো ছিলেন অভিজাত ধনী পরিবারের সন্তান । বাল্যকালে সারাদিন টো টো করে বন্ধু – বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া ও ঘুরে বেড়ানােই ছিলাে তার কাজ । অর্থাৎ বলা যায় বখাটেই ছিলেন । তারপর হঠাৎ একদিন তার জীবনের গতিধারা পাল্টে যায় । তিনি সক্রেটিসের সংস্পর্শে এসে তার একান্ত অনুরাগী ভক্ত ও ভাবশিষ্য হয়ে যান শুরু করে দেন জ্ঞানচর্চা ।
সক্রেটিসের জীবনের শেষ দিন পর্যন্ত প্লেটোতার গুরু সক্রেটিসের সাথে ছিলেন । সক্রেটিস যখন হেমলকের বিষ পান করে আত্মহত্যা করেন তখন প্লেটোর বয়স ছিলাে মাত্র আটাশ বছর ।
প্লেটোর গৃহত্যাগ – Plato Leave Home :
সক্রেটিসের মৃত্যুর পর প্লেটো গৃহত্যাগ করে উদ্দেশ্যহীনভাবে দেশ – ভ্রমণে বের হয়ে পড়েন । কেউ কেউ বলেন সক্রেটিসের শিষ্য হওয়ায় এথেন্সবাসীরা প্লেটোর উপরও ক্ষেপে ওঠে । বন্ধুরা তাকে এথেন্স ছেড়ে যাওয়ার পরামর্শ দিলে তিনি দেশত্যাগ করেন ।
প্লেটোর দর্শনচর্চা ও স্কুল স্থাপন – Philosophy Practice and School Established :
প্লেন্টো দেশে – দেশে ঘুরে ১০ বছর কাটিয়ে দিলেন । তারপর আবার একদিন ফিরে এলেন নিজ শহর এথেন্সে । ততােদিন জনগণের বিদ্বেষ অনেকখানি ফিকে হয়ে এসেছিলাে । দেশে ফিরে এসে তিনি শুরু করলেন দর্শন চর্চা । দর্শন শিক্ষার একটি স্কুলও স্থাপন করলেন ।
প্লেটোর গ্রন্থসমূহ – Plato’s Books :
প্লেটো দর্শনশাস্ত্রের উপর বেশ কয়েকখানা গ্রন্থ রচনা করে গেছেন । তার রচিত গ্রন্থগুলাের মধ্যে আছে লাসেস , ক্ৰিটো , প্রটাগােরাস , জার্জিয়াস , মেনাে ।
গ্রন্থসমূহ :
প্লেটোর অনেক বই সংলাপ বা প্রশ্নোত্তরের ভিত্তিতে রচিত । এগুলােকে বলা হয় ডায়লগস্ ( সংলাপ ) । তাঁর উল্লেখযােগ্য ডায়ােগগুলাের মধ্যে আছে সিম্পােজিয়াম , ফেডাে , রিপাবলিক , ফিওড্রাস , পারমেনিডেস , সফিষ্ট , পলিটিকাস , টিমিউস , ফিলেবাস এবং লস্ । এটাই তার সর্বশেষ গ্রন্থ ।
প্লেটোর বিখ্যাত গ্রন্থ – Plato’s Famous Books :
প্লেটোর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ রিপাবলিক ( প্রজাতন্ত্র ) । প্লেটো তার এই গ্রন্থে দেশের জনগণকে তিন শ্রেণীতে ভাগ করেছেন । অভিভাবক শ্রেণী — যারা রাষ্ট্র পরিচালনা করবেন । দ্বিতীয় শ্রেণীতে থাকবে সেনাবাহিনী – এরা দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবে । তৃতীয় শ্রেণীতে থাকবে সাধারণ মানুষ ।
প্লেটোর একটি মজার দর্শন ছিলাে — তার কল্পিত রাষ্ট্রে বা সমাজে কবিদের কোনােঠাই হবে না । তিনি কবিদের জন্য বরাদ্দ করেছিলেন নির্বাসনদন্ড ।
প্লেটো অবশ্য ঈশ্বরে বিশ্বাসী ছিলেন । তিনি দেব – দেবীতেও বিশ্বাস করতেন । তিনি সনাতন ধর্মীদের মতাে বিশ্বাস করতেন দেব – দেবীগণ । এক মহাবিশআত্মার খণ্ডিত প্রকাশ । এই বিশআত্মাইহলাে পরমেশ্বর ।
প্লেটোর মৃত্যু – Plato’s Death :
এই মহান দার্শনিকের মৃত্যু হয় খ্রীষ্টপূর্ব ৩৪৭ সনে , ৮১ বছর বয়সে । প্লেটো যেমন ছিলেন সক্রেটিসের সুযােগ্য শিষ্য , তেমনি । আর এক মহাজ্ঞানী দার্শনিক এরিস্টটল ছিলেন প্লেটোর সেরা শিষ্য ।
প্লেটোর জীবনী (প্রশ্ন ও উত্তর) – Plato’s Biography in Bengali (FAQ):
- প্লেটোর জন্ম কবে হয় ?
Ans. ৪২৭ খ্রিস্টপূর্ব ।
- প্লেটোর জন্ম কোথায় হয় ?
Ans. গ্রিস এ ।
- প্লেটো কে ছিলেন ?
Ans. মহাবিজ্ঞানী ও দার্শনিক ।
- প্লেটো কী জন্য গৃহত্যাগ করেন ?
Ans. সক্রেটিস এর আত্মহত্যার জন্য ।
- প্লেটো সক্রেটিস এর কে ছিলেন ?
Ans. তার শিষ্য ছিলেন ।
- সক্রেটিস কে ছিলেন ?
Ans. সক্রেটিস ছিলেন দর্শনশাস্ত্রের আদিজনক ।
- প্লেটোর মৃত্যু কবে হয় ?
Ans. খ্রীষ্টপূর্ব ৩৪৭ সনে ।
- কত বছর বয়সে তিনি মারা যান ?
Ans. ৮১ বছর বয়সে ।
[আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali
আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali
আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali
আরও দেখুন, সুকান্ত ভট্টাচার্য জীবনী – Sukanta Bhattacharya Biography in Bengali
আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali]
প্লেটো জীবনী – Plato Biography in Bengali
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” প্লেটো জীবনী – Plato Biography in Bengali ” পােস্টটি পড়ার জন্য। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো । যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।