উইলিয়াম শেকসপিয়র এর জীবনী - William Shakespeare Biography in Bengali
উইলিয়াম শেকসপিয়র এর জীবনী - William Shakespeare Biography in Bengali

উইলিয়াম শেকসপিয়র এর জীবনী

William Shakespeare Biography in Bengali

উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali : বিশ্বসাহিত্যের বিরল কয়েকটি প্রতিভা তাঁদের যুগোত্তীর্ণ অবদানের জন্য সময়ের সীমা অতিক্রম করে মহামানব রূপে চিহ্নিত হয়েছেন , উইলিয়ম শেক্সপীয়র তাঁদের মধ্যে অন্যতম । 

 বিশ্ববাসী আজো বিস্মিত ও ধন্য হয়ে যায় প্রায় চারশো বছরের পূর্বেকার এই সাহিত্য কর্মীর সঙ্গে পরিচিতি লাভ করে । উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর নাট্যকর্মের এক একটা বাক্য দিয়ে সাহিত্যের ব্যাখ্যাকারীরা সমালোচনা কারীরা কতো বিরাট এবং কতো বহুমুখি অর্থ করতে পারেন , যা আজ পর্যন্ত আর কারো সাহিত্য কর্মে সম্ভব হয়নি । সারা বছর বোধ হয় এমন একটা দিন পাওয়া যাবে না , যেদিন বিশ্বের কোনো না কোনো দেশে বা স্থানে তার নাটক অভিনীত না হচ্ছে । একাধারে এমন জনপ্রিয় এবং গভীর জ্ঞানের অধিকারী অথচ দার্শনিক সাহিত্য জগতে আর জন্মাননি।

 বিশ্বসাহিত্যের অন্যতম প্রতিভা উইলিয়াম শেকসপিয়র এর একটি সংক্ষিপ্ত জীবনী । উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali বা উইলিয়াম শেকসপিয়র এর আত্মজীবনী বা (William Shakespeare Jivani Bangla. A short biography of William Shakespeare. William Shakespeare Birth, Place, Life Story, Life History, Biography in Bengali) উইলিয়াম শেকসপিয়র এর জীবন রচনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।

উইলিয়াম শেকসপিয়র কে ছিলেন ? Who is William Shakespeare ?

উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার। উইলিয়াম শেকসপিয়রকে (William Shakespeare) ইংরেজি ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক এবং বিশ্বের একজন অগ্রণী নাট্যকার মনে করা হয়। উইলিয়াম শেকসপিয়রকে (William Shakespeare) ইংল্যান্ডের “জাতীয় কবি” এবং “বার্ড অব অ্যাভন” (অ্যাভনের চারণকবি) নামেও অভিহিত করা হয়ে থাকে। উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর যে রচনাগুলি পাওয়া গিয়েছে তার মধ্যে রয়েছে ৩৮টি নাটক, ১৫৪টি সনেট, দুটি দীর্ঘ আখ্যানকবিতা এবং আরও কয়েকটি কবিতা। কয়েকটি লেখা শেকসপিয়র অন্যান্য লেখকদের সঙ্গে যৌথভাবেও লিখেছিলেন। উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর নাটক প্রতিটি প্রধান জীবিত ভাষায় অনূদিত হয়েছে এবং অপর যে কোনো নাট্যকারের রচনার তুলনায় অধিকবার মঞ্চস্থ হয়েছে।

বিশ্বসাহিত্যের অন্যতম প্রতিভা উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali :

নাম (Name) উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare)
জন্ম (Birthday) ২৬ এপ্রিল ১৫৬৪ (15th April 1564)
জন্মস্থান (Birthplace) ইংল্যান্ড
অভিভাবক (Parents)/ পিতা ও মাতা জন শেকসপিয়র (পিতা)

মেরি আর্ডেন (মাতা)

সমাধি চার্চ অফ দ্য হোলি ট্রিনিটি, স্ট্র্যাটফোর্ড-আপঅন-অ্যাভন
পেশা (Occupation)
  • নাট্যকার
  • কবি
  • অভিনেতা
কর্মজীবন ১৫৮৫ – ১৬১৩ 
যুগ এলিজাবেথীয়

জেকবীয়

আন্দোলন ইংরেজি নবজাগরণ
দাম্পত্য সঙ্গী (Spouse) অ্যানি হ্যাথাওয়ে
সন্তান
  • সুজানা হল
  • হ্যামনেট শেকসপিয়র
  • জুডিথ কুইনি
মৃত্যু (Death) ২৩ এপ্রিল ১৬১৬ (23rd April 1616)
মৃতুস্থান (Deathplace) ইংল্যান্ড

উইলিয়াম শেকসপিয়র এর জন্ম – William Shakespeare Birthday :

 ১৫৬৪ খ্রিস্টাব্দের ২৬ শে এপ্রিল ওয়ারউইক শায়ারে অ্যাভন নদীর তীরে স্ট্রাটফোর্ডে জন্মগ্রহণ করেন শেক্সপীয়র । 

উইলিয়াম শেকসপিয়র এর পিতামাতা – William Shakespeare Parents :

 উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর বাবার নাম ছিল জন শেক্সপীয়র এবং মায়ের নাম মেরী আর্ডেন । সাত ভাইবোনের মধ্যে উইলিয়ম বাদে আর সকলেই মারা গিয়েছিল শৈশবে প্লেগ রোগের আক্রমণে ।

উইলিয়াম শেকসপিয়র এর শৈশবকাল – William Shakespeare Childhood :

 উইলিয়মের শৈশব ও বাল্যকাল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না । তবে এটুকু জানা যায় যে উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর জন্ম হয়েছিল প্রাচীন ইংরাজ জোতদার পরিবারে ।

 উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর বাবা স্ট্রাটফোর্ডের অন্ডারম্যান এবং কর্পোরেশনের বেলিফ নির্বাচিত হয়েছিলেন । এই সব সরকারী পদে থাকার সময়ে মঞ্চাভিনয়ের প্রতি তাঁর আগ্রহ ও পৃষ্ঠপোষকতার কথা জানা যায় ।

 বাইরে থেকে যে সব নাট্যদল শহরে আসত তিনি তাদের সরাসরি অর্থসাহায্য পেতে সাহায্য করতেন । 

 অনুমান করা যায় যে পিতার এই নাট্যপ্রীতি পুত্র উইলিয়মের মধ্যেই সঞ্চালিত ও বিকাশলাভ করেছিল ।

শেকসপিয়র এর পিতা :

 অনেকে বলেন , জন শেক্সপীয়র পেশায় ছিলেন কসাই । তবে স্ট্রাটফোর্ড শহরের পরিসংখ্যান থেকে নির্ভরযোগ্য ভাবে যা জানা যায় তা হল , জন ছিলেন একজন দস্তানা প্রস্তুতকারক এবং নরম চামড়ার তৈরি দ্রব্যাদির ব্যবসায়ী । 

 স্ট্রাটফোর্ডের পরিবেশে ছেলেবেলা থেকেই যে উইলিয়ম মঞ্চে অভিনীত নাটক দেখার সুযোগ পেয়েছিলেন , তা অনুমান করতে কষ্ট হয় না । এভাবেই কবিতা ও অভিনয়ের প্রতি অনুরাগ জন্মে উঠেছিল তার । 

উইলিয়াম শেকসপিয়র এর শিক্ষা ও কর্মজীবন – William Shakespeare Education and Work Life :

 পড়াশোনার সঙ্গে বাবার ব্যবসাও দেখাশোনা করতেন উইলিয়ম । শেক্সপীয়র সম্পর্কে প্রচলিত গল্প হল যে উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) নাকি স্ট্রাটফোর্ড এলাকায় হরিণ চুরি করে বেড়াতেন । একবার হরিণ চুরির অপরাধে শাস্তি এড়াবার জন্যই নাকি লন্ডনে পালিয়ে গিয়েছিলেন । 

 সেখানে নাট্যশালায় যারা থিয়েটার দেখতে আসতেন তাঁদের ঘোড়া রক্ষণাবেক্ষণ এবং তদারকি করাই ছিল তাঁর জীবিকা ।

 এসব গল্প নিছকইগল্প , এগুলোর কোন বাস্তব ভিত্তি আছে বলে বিশেষজ্ঞরা মনে করেন না ।

উইলিয়াম শেকসপিয়র এর বিবাহ জীবন – William Shakespeare Marriage Life :

 আঠারো বছর বয়সেই শেক্সপীয়র বিয়ে করেছিলেন অ্যান হ্যাথাওকে৷ জন শেক্সপীয়রেরই একজন জোতদার বন্ধুর কন্যা ছিলেন অ্যান । 

উইলিয়াম শেকসপিয়র এর অভিনয় জীবন – William Shakespeare acting Career :

 কবিতা ও অভিনয়ের প্রতি ছেলেবেলা থেকেই আকর্ষণ ছিল উইলিয়মের । লন্ডনে এসে উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) ঢুকে পড়লেন একটা নাটকের দলে । এখানে গোড়ার দিকে উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর কাজ ছিল ফাইফরমাস খাটা আর নাটক লেখা । 

 সেই কালে নাটক লিখিয়েদের খুব একটা মর্যাদা ছিল না । থিয়েটারের আর পাঁচজন সাধারণ কর্মীর মতই তাদের গণ্য করা হত ।

 পুরনো নথিপত্র থেকে জানা যায় যে উইলিয়ম গ্লোব বা অন্য কোন থিয়েটারে অভিনয় করেননি । 

 রিচার্ড বারবেজ , এডওয়ার্ড অ্যালিন এবং পরবর্তীকালে লর্ড চেম্বারলেনের কোম্পানির সঙ্গে উইলিয়ম শেক্সপীয়র কাজকর্ম করেছেন ।

 লন্ডনে জীবনের অল্প কিছু দিনের মধ্যেই উইলিয়ম নিজের খরচে দুটি কবিতা সঙ্কলন পুস্তকারে প্রকাশ করেন ।

উইলিয়াম শেকসপিয়র এর কবি হিসেবে স্বীকৃতি লাভ :

 ১৫৯৩ খ্রিঃ ভেনাস ও অ্যাডোনিস এবং ১৫৯৪ খ্রি : দ্য রেপ অব লুক্রেসি প্রকাশিত হলে কবি হিসেবে উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) স্বীকৃতি লাভ করেন । উইলিয়মের লেখা নাটক মঞ্চে সাফল্যের সঙ্গে অভিনীত হয়েছে । কিন্তু সেগুলো বই আকারে প্রকাশের কোন আগ্রহ উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর ছিলনা । কোন প্রকাশকও এগিয়ে আসেনি । 

 তবে উইলিয়ম উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এর সহজাত প্রতিভাবলে একজন সাধারণ কর্মী থেকে নিজেকে তুলে আনতে পেরেছিলেন লন্ডনের অন্যতম প্রধান নাট্যদলের মালিকানার অংশীদার হিসেবে । গ্লোব থিয়েটারের নয়জন অংশীদারের মধ্যে উইলিয়ম ছিলেন দ্বিতীয় ব্যক্তি ।

 ১৫৯৬ খ্রি : উইলিয়মের জীবনে নেমে আসে চরম বিপর্যয় । তার একমাত্র পুত্র হ্যামলেট মাত্র এগার বছর বয়সে আকস্মিকভাবে মারা যায় । 

 এই দুর্ঘটনা উইলিয়াম শেকসপিয়রকে (William Shakespeare) চরম আঘাত হেনেছিল । উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) এরপর লন্ডনের বাস উঠিয়ে চলে আসেন স্ট্রাটফোর্ডে । 

 এখানেই ১৫৯৭ খ্রিঃ উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) একটি মস্ত বাড়ি কিনে স্থায়ী ভাবে বসবাস করতে থাকেন । নতুন বাড়ির নামকরণ করেন নিউ প্রেস । আট ন বছর লন্ডনে ছিলেন উইলিয়ম । এই সময়ে একের পর এক নাটক লিখেছেন আর ব্যস্ত থেকেছেন সেগুলো মঞ্চস্থ করার কাজে ।

 স্ট্রাটফোর্ডেই উইলিয়ম তার দুই মেয়ে সুশান ও জুডিথের বিয়ে দেন যথাক্রমে ১৬০৮ ও ১৬১৬ খ্রি :।

[আরও দেখুন, আলবার্ট আইনস্টাইন জীবনী – Albert Einstein Biography in Bengali]

উইলিয়াম শেকসপিয়র এর নাটক গুলি – William Shakespeare Dramas :

 শেক্সপীয়রের নাটকের প্রথম সঙ্কলন ফার্স্টফোলিও প্রথম প্রকাশিত হয় ১৬২৩ খ্রিঃ । উইলিয়াম শেকসপিয়র (William Shakespeare) মোট ৩৪ টি নাটক রচনা করেন সেগুলি হলঃ 

ঐতিহাসিক নাটক : চতুর্থ হেনরী , চতুর্থ হেনরী দ্বিতীয় ভাগ পঞ্চম হেনরী , অষ্টম হেনরী । 

ঐতিহাসিক বিয়োগান্ত নাটক : ষষ্ঠ হেনরী ১ ম , ২ য় , তৃতীয় ভাগ , তৃতীয় রিচার্ড , দ্বিতীয় রিচার্ড , কিং জন ।

 বিয়োগান্ত নাটক : টাইটাস এড্রোনিকাস , রোমিও ও জুলিয়েট , জুলিয়াস সিজার , হ্যামলেট , ওথেলো , কিং লিয়ার , ম্যাকবেথ , অ্যান্টনি ও ক্লিয়োপেট্রা , কোরিওল্যানাস , টাইমন অব এথেন্স।

 হাস্যরসাত্মক নাটক : দি কমেডি অব এররস্ , দি টেমিং অব দ্য শ্ৰু , দি টু জেন্টলম্যান অব ভেরোনা , লাভস লেবার লস্ট , মিড সামার নাইট্স ড্রিম , মার্চেন্ট অব ভেনিস , মাচ এ্যাডো এবাউট নাথিং , অ্যাজ ইউ লাইক ইট , দ্য মেরী ওয়াইভস অব উইন্ডসর , টুয়েলভথ নাইট , ট্রয়লার্স অ্যান্ড গ্রেসিডা , অলস্ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল , সিম্বেলিন , দি উইন্টার্স টেল , দ্য টেম্পেস্ট , দ্য টু নোবল কিন্সমেন ৷

[আরও দেখুন, আর্কিমিডিস এর জীবনী – Archimedes Biography in Bengali]

উইলিয়াম শেকসপিয়র এর কাব্য : 

 শেক্সপীয়রের কাব্যের মধ্যে রয়েছে : ১৫৪ টি সনেট , ভেনাস অ্যান্ড অ্যাডোনিস এবং দি রেপ অব লুক্রেসি এবং একটি শোকসঙ্গীত দ্য ফিনিক্স অ্যান্ড টার্টল ।

উইলিয়াম শেকসপিয়র এর মৃত্যু – William Shakespeare Death :

 জগদ্বিখ্যাত এই মহান নাট্যকার ১৬১৬ খ্রীষ্টাব্দের ২৩ শে এপ্রিল ৫২ বছর বয়সে পরলোকগমন করেন । তাকে তার নিজ শহরে ছোট্ট এক গীর্জার সামনে ধর্মপ্রচার বেদীর পাশে সমাধিস্থ করা হয় । 

উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali FAQ :

  1. উইলিয়াম শেকসপিয়র এর জন্ম কবে হয় ?

Ans: উইলিয়াম শেকসপিয়র এর জন্ম হয় ২৬ এপ্রিল ১৫৬৪ সালে ।

  1. উইলিয়াম শেকসপিয়র কে ছিলেন ?

Ans: উইলিয়াম শেকসপিয়র ছিলেন একজন ইংরেজ কবি ও নাট্যকার ।

  1. উইলিয়াম শেকসপিয়র এর পিতার নাম কী ছিল ?

Ans: উইলিয়াম শেকসপিয়র এর পিতার নাম জন শেকসপিয়র ।

  1. উইলিয়াম শেকসপিয়র এর মাতার নাম কী ছিল ?

Ans: উইলিয়াম শেকসপিয়র এর মাতার নাম মেরি আর্ডেন ।

  1. উইলিয়াম শেকসপিয়র কতগুলি নাটক রচনা করেছেন ?

Ans: উইলিয়াম শেকসপিয়র ৩৪ টি নাটক রচনা করেছেন ।

  1. উইলিয়াম শেকসপিয়র এর নাটক গুলি প্রথম কবে প্রকাশিত হয় ?

Ans: উইলিয়াম শেকসপিয়র এর নাটক গুলি প্রথম ১৬২৩ সালে প্রকাশিত হয় ।

  1. উইলিয়াম শেকসপিয়র এর কাব্যে কতগুলি সনেট রয়েছে ?

Ans: উইলিয়াম শেকসপিয়র এর কাব্যে ১৫৪ টি সনেট রয়েছে ।

  1. উইলিয়াম শেকসপিয়র এর হাস্যকার নাটক গুলি কী কী ?

Ans: উইলিয়াম শেকসপিয়র এর হাস্যকার নাটক গুলি হলো – দি কমেডি অব এররস্ , দি টেমিং অব দ্য শ্ৰু , দি টু জেন্টলম্যান অব ভেরোনা , লাভস লেবার লস্ট , মিড সামার ইত্যাদি ।

  1. উইলিয়াম শেকসপিয়র এর স্ত্রীর নাম কী ছিল ?

Ans: উইলিয়াম শেকসপিয়র এর স্ত্রীর নাম অ্যানি হ্যাথাওয়ে ।

  1. উইলিয়াম শেকসপিয়র কবে জন্মগ্রহণ করেন?

Ans: উইলিয়াম শেকসপিয়র ২৬ এপ্রিল ১৫৬৪ সালে জন্মগ্রহণ করেন ।

  1. উইলিয়াম শেকসপিয়র কবে মৃত্যুবরণ করেন ?

Ans: উইলিয়াম শেকসপিয়র ২৩ এপ্রিল ১৬১৬ সালে মৃত্যুবরণ করেন ।

  1. উইলিয়াম শেকসপিয়র কবে মারা যান ?

Ans: উইলিয়াম শেকসপিয়র মারা যান ২৩ এপ্রিল ১৬১৬ সালে ।

[আরও দেখুন, কার্ল মার্কস এর জীবনী – Karl Marx Biography in Bengali

আরও দেখুন, জেমস ওয়াট এর জীবনী – James Watt Biography in Bengali

আরও দেখুন, ভ্লাদিমির লেলিনের জীবনী – Vladimir Lenin Biography in Bengali

আরও দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবনী – Rabindranath Tagore Biography in Bengali

আরও দেখুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জীবনী – Ishwar Chandra Vidyasagar Biography in Bengali]

উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali

   অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali  ” পােস্টটি পড়ার জন্য। উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali পড়ে কেমন লাগলো কমেন্টে জানাও। আশা করি এই উইলিয়াম শেকসপিয়র এর জীবনী – William Shakespeare Biography in Bengali পোস্টটি থেকে উপকৃত হবে। এই ভাবেই BhugolShiksha.com ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।

Google News Follow Now
WhatsApp Channel Follow Now
Telegram Channel Follow Now